শহর প্রতিনিধিঃ
জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও কলেজের নামে মিথ্য অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার বিকালে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে শিক্ষক মন্ডলীরা কলেজে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে কলেজ কর্তৃপক্ষ নয় শিক্ষার্থীদের গাফিলতি ছিল উল্লেখ করে প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুন্ন কারার উদ্দেশ্যে পরীক্ষা না দিতে পারার বিষয়টি প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রেজাউল ইসলাম । এ সময় তিনি ১৩ জন শিক্ষার্থী তাদের পূর্বের কলেজর বেতন ও অন্যান্য ভাতাদী পরিশোধ না করে ও টিসি না নিয়েই নতুন করে এইচএসসি পরীক্ষার প্রবেশ প্রত্রের যে কথা উল্লেখ করেছেন তাও সঠিফ নয় বলে কলেজের পক্ষ থেকে জানানো হয়। তবে কলেজের অধ্যক্ষ মানবিক বিবেচনায় তাদের পরীক্ষা জন্য বোর্ড কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপিস্থিত ছিলেন।