• শনিবার, ২৮ জুন ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে সময়ের কণ্ঠস্বরের ১ যুগপূর্তি উদযাপন মানবতার সেবায় জামালপুর সদরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল দোস্ত এইড জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও কলেজের নামে মিথ্য অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিয়োগ বিজ্ঞপ্তি জামালপুরের ইসলামপুর পৌরসভার ১৬ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার ৫২৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা জামালপুর সদরে দোস্ত এইডের টিউবয়েল পেল ৫০ টি পরিবার অবশেষে সেই মেয়েকে স্বজনের কাছে হস্তান্তর বকশীগঞ্জে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ জামালপুরে চাঁদাবাজির সময় স্বেচ্ছাসেবক দল নেতা আটক জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরন

মানবতার সেবায় জামালপুর সদরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল দোস্ত এইড

ফজলে এলাহী মাকামঃ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বেপারি পাড়ায় সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার (২৮ জুন) সকালে সংস্থাটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়।

প্রতিটি পরিবারের মাঝে প্রায় দুই মাসের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল ২৫ কেজি চাল, ৪ কেজি ডাল, ৫ লিটার তেল, ৬ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ, ১ কেজি রসুন এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মসলা।

সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন, দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, আইটি ম্যানেজার সম্রাট বাবর, সূর্য তোড়ণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী খোরশেদ আলম, এক্সিকিউটিভ শেখ সাদী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকগণ।

উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন বলেন, “এই দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। দোস্ত এইড বরাবরের মতোই অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবা করে যাচ্ছে।”

দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, “এই তাৎক্ষণিক সহায়তা আমাদের মানবিক দায়বদ্ধতার অংশ। আমরা ভবিষ্যতে পরিবারগুলোর জন্য টেকসই পুনর্বাসনের দিকেও নজর দেব।”

দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মানবিকতার দুত জাহাঙ্গির আলম চৌধুরী বলেন,যে কোন প্রকার দূর্যোগে ও মানবিক প্রয়োজনে দোস্ত এইড সকলের পাশে থেকে সচ্ছথার সাখে বিনে পয়সায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে  দোস্ত এইড টিউবওয়েল ও অযুখানা স্থাপন, স্বাবলম্বীকরণ, মসজিদ নির্মাণ, শিক্ষাবৃত্তি, দারিদ্র্য বিমোচন, খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণ, প্রতিবন্ধী পূণর্বাসন, গৃহায়ণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়ন, ছানি অপারেশন, জরুরি সহায়তা প্রদান, রিকশা-ভ্যান বিতরণ, দোকান করে দেওয়া, গবাদি পশু বিতরণসহ প্রায় ৪০ টি প্রোগ্রামে দেশব্যপী কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, দোস্ত নিয়মিত কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যেই প্রায় ৩ মিলিয়ন মানুষের মাঝে সেবা পৌছে দিতে পেরেছে।

জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, দোস্ত এইড কোন প্রকার মাইক্রোক্রেডিট প্রোগ্রামের কাজ করে না। সকল প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন করে।
তিনি দোস্ত এইডের প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল প্রশাসন, স্বেচ্ছাসেবক, উপকারভোগীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবসময় দোস্ত এইডের সাথে থাকার উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৩ জুন গভীর রাতে ছোনটিয়া বেপারি পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ঘরবাড়ি, গবাদিপশু ও একটি অটোরিকশা পুড়ে যায়। আগুনে কয়েকজন সদস্য আহতও হন। এরই মধ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।