• শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর মডেল আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পাগড়ী প্রদান অনুষ্ঠান  জামালপুর এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  জামালপুরের সরিষাবাড়িতে ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা বকশীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার জামালপুরে তারুণ্যের উৎসবে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন

বকশীগঞ্জে মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের মিয়াপাড়া জামে মসজিদের নামীয় জমি ও প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকার ক্ষুব্ধ এলাকাবাসী ও মুসল্লীরা।

রবিবার (২৯ জুন) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের দক্ষিন বাজার মুক্তিযোদ্ধা ভবনের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এসময় মসজিদ কমিটি বাতিল, আত্মসাতকৃত টাকা উদ্ধার, মসজিদের নামীয় নিজস্ব জমি ও মার্কেট জবরদখলমুক্ত করার দাবি জানান। পরে বিক্ষোভকারীরা বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে স্বারক লিপি দিয়েছেন।

জানা যায়, বকশীগঞ্জ মিয়া মসজিদের নামে দক্ষিণ বাজারের হাই স্কুল মোড়ে ২২ শতাংশ বানিজ্যিক জমি রয়েছে। ওই জমিতে ছোট-বড় ১৩টি দোকান রয়েছে। মসজিদ কমিটির সভাপতি একই গ্রামের বাসিন্দা আলহাজ্ব আরিফ সিদ্দিকী। আন্দোলনকারীদের অভিযোগ, বিগত সরকারের প্রভাব খাটিয়ে আলহাজ্ব আরিফ সিদ্দিকী এলাকার লোকজনকে অবগত না করে তার মনগড়াভাবে তার সহোদর ভাই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নাশকতা মামলার আসামী মারুফ সিদ্দিকীকে মৌখিকভাবে খুবই স্বল্প মূল্যে লিজ দেন। সেই লিজের দোহাই দিয়ে মারুফ সিদ্দিকী বিগত ১৭/১৮ বছর যাবৎ মসজিদের জমিতে প্রতিষ্ঠিত মার্কেটের ভাড়ার টাকা ও জামানত বাবদ প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করে। এলাকার লোকজন বিষয়টি নিয়ে একাধিকবার মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আরিফ সিদ্দিকীকে মসজিদের জমি, মার্কেট ও টাকা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করলেও কোন কাজ হয়নি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রাশেদুজ্জামান রানা, আরাফাত হোসেন ও ফসাল আহমেদ। এ ব্যাপারে মারুফ সিদ্দিকীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার মতামত জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আরিফ সিদ্দিকী জানান, মসজিদের সম্পদ এবং টাকা আত্মসাতের কোন ঘটনা নেই। মসজিদের সার্বিক উন্নয়ন ও প্রয়োজনীয় ব্যয় চলমান আছে। যে কোন মুহূর্তে বিষয়টি একসাথে বসলেই সমাধান হবে। সমাধানের বিষয়টি কোন জটিল বিষয় নয়। তবে মিথ্যা অভিযোগ দিয়ে কারও সম্মানহানি করা ঠিক নয়।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা অভিযোগকারীদের আশ্বস্ত করেছেন যে, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনা তদন্ত হবে। তদন্ত শেষ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগকারীদের শান্ত থাকার পরামর্শ দেন এবং তদন্ত কাজে সহায়তা চান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।