• শনিবার, ১০ মে ২০২৫, ১০:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) রৌমারী সীমান্তে FDMN (রোহিঙ্গা) নাগরিক বিএসএফ এর  পুশইন প্রতিরোধে বিজিবি, স্থানীয় প্রশাসন তৎপরতা অব্যহত মন্তব্য কলাম- স্বাগতম জাতীয় নেত্রী, মাননীয় বেগম খালেদা জিয়া——– মতিউল আলম আব্দুর রউফ তালুকদার বিএনপির কেউ নয়,দল তাকে আজীবন বহিষ্কার করেছে জামালপুরে টর্চের আলোতে জুয়া খেলার সময় সাত জুয়াড়ী গ্রেফতার সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের খাতেমন মঈন মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন: শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকার জামালপুরে মাস ব্যাপী অনূর্ধ্ব ১৪ অ্যাথলেটিকস প্রশিক্ষণের শুভ উদ্বোধন জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ প্রায় এক কোটি ছেষট্টি লক্ষ টাকার মালামাল সহ আসামী আটক দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে ……. সাবেক আইজিপি আবদুল কাইয়ুম জামালপুর জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতা আলামিনের পিতার মৃত্যুতে এম শুভ পাঠানের শোক প্রকাশ জামালপুরে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪- ২৫ এর আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

জামালপুর সদরের লক্ষিরচর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুাৎএর বিরুদ্ধে ঋন খেলাফির অভিযোগ

স্টাফ রির্পোটার ঃ
জামালপুর সদরের লক্ষিরচর ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনিত চেয়ারম্যান পদপার্থী ও বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুাৎ এর বিরুদ্ধে ঋন খেলাফির অভিযোগ করা হয়েছে।

আজ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও লক্ষিরচর ও তুলসীচর ইউনিয়ন পরিষদের রির্টানিং কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন লক্ষিরচর ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুজ্জামান ।

এক লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন যে,ইউনিয়ন পরিষদের নির্বাচনের ম্যানুয়েল অনুযায়ী স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর উপধারা-০২,উপধারা-(জ)অনুযায়ী এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা-০৩,উপবিধি-জ অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে কোন মেয়াদ উত্তীর্ণ অবস্থায় অনাদায়ী রাখেন এমন কোন ব্যাক্তি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে। যার প্রমান সরূপ বাংলাদেশ ব্যাংক স্বারক নং-সিআইবি-৫(১)২০২০-৪০০৪ তারিখ ২০-১০-২০২১ ইং এ ঘোষিত ঋন খেলাফির তথ্য প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ঋন খেলাফির তথ্য দিয়ে উল্লেখ করেন যাতে লিখিত ভাবে বলা হয়েছে লক্ষিরচর ,কেন্দুয়া,মেষ্টা,শাহাবাজপুর,রশিদপুর,তুলসীচর,বাশঁচড়া ,শরীফপুর,শ্রীপুর,তিতপল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন চেয়াম্যান প্রার্থীর মাঝে ৪০ জন প্রার্থীরই বৈধতা আছে। শুধুমাত্র লক্ষিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বিদ্যুাৎ এর প্রার্থীতায় পদ্মা ব্যাংকের কাছে জামিনদাতা হিসেবে ঋন খেলাফি রয়েছে।

এ বিষয়ে লক্ষিরচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আফজার হোসেন বিদ্যুাৎ জানান,তিনি পদ্মা ব্যাংককের মেসার্স সেতুলী বিক্স এর ঋনের জামিনদাতা হিসেবে রয়েছে। যা ব্যাংককের নিয়ম অনুযায়ী ঋনের টাকার কিস্তি পরিশোধ করা হয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও লক্ষিরচর ও তুলসীচর ইউনিয়ন পরিষদের রির্টানিং কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, ব্যাংককের তরফ থেকে এনওসি দেওয়া হয়েছে। সয়ং পদ্মা ব্যাংক এর ম্যানেজার নিজে এসে আজ এনওসির ঋনের বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে গেছেন। যা কোন প্রকার ঋন খেলাফির কথা তিনি উল্লেখ করে নি। সে মতেই তাকে বৈধতা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।