এম,এফ,এ মাকাম ঃ
জামালপুর জিলা স্কুল –এর আদি প্রশাসনিক ভবনের ছোট অবিকল, নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার বিকালে জামালপুর জেলা স্কুলের ১৯৮১ সালের শততম বর্ষের ভর্তিকৃত তৃতীয় শ্রেণীর শিক্ষাথীর আয়োজনে জামালপুর জিলা স্কুল –এর আদি প্রশাসনিক ভবনের ছোট অবিকল, নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রসাসক মূর্শেদা জামান, অরিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান, ১৯৮১ সালে ভর্তিকৃত ছাত্র টুটন, খালিদ,রবিন,পলল হারুন,সাধন,রোকন, জ্যাতি,মাখন, রুব, রুও,সুমন,স্বপন,তুহিন, লিমন,সহ আরো অনেকে। এ সময় জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের স্মৃতি ধরে রাখতে সে সময়ে আদলে গড়ে তোলা আদি প্রশাসনিক ভবনের ছোট অবিকল, নির্মাণ কাজের উদ্বোধন করার মধ্য দিয়ে জিলা স্কুলের ছাত্রদের মিলন মেলা ও প্রাণের সেতুবন্ধন তৈরি হবে বলে জানান বক্তারা।