• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :

ময়মনসিংহ বিভাগের প্রথম সেরা দুগ্ধ খামারি নির্বাচিত হলেন মাদারগঞ্জের হামিদ সরকার 

মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগের প্রথম সেরা ও বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা  দুগ্ধ খামারি নির্বাচিত হয়েছেন জামালপুরের মাদারগঞ্জের স্বদেশ এগ্রো এন্ড ডেইরি ফার্মের নির্বাহী পরিচালক হামিদ সরকার।  বুধবার ( ১জুন) বিকেলে বিশ্ব দুগ্ধ দিবসে ডেইরি আইকন সেলিব্রেশন – ২০২২ এ তাকে ময়মনসিংহ বিভাগীয় প্রথম সেরা দুগ্ধ খামারি হিসেবে নির্বাচিত করে কর্তৃপক্ষ। এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ  মিলনায়তনে  আলোচনা সভা ও পুরুস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ ম রেজাউল করিম। রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে  ময়মনসিংহ বিভাগের প্রথম সেরা খামারি নির্বাচিত হওয়ায় ১ লক্ষ টাকার চেক ও ক্রেস্ট  পুরুস্কারে ভূষিত হোন খামারি হামিদ সরকার। জানা যায়, ২০১৭ সালে  স্বদেশ এগ্রো এন্ড সুইটস্ এর অঙ্গ ব্যবসায়িক  প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে স্বদেশ এগ্রো এন্ড ডেইরি ফার্ম। অতিঅল্প সময়েই খামারটির ব্যাপক প্রসার ঘটতে থাকে। দেশের দুগ্ধের চাহিদা মেটানোসহ বেকার সমস্যা দূরিকরণে  ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। বর্তমানে খামারটি ১৮৫টি গরু রয়েছে । এসব গরু লালন পালন থেকে শুরু করে দুধ পরিবহনের জন্য প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে ৬০ জন শ্রমিক কাজ করছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন,মাদারগঞ্জের খামারি হামিদ সরকার ময়মনসিংহ বিভাগের প্রথম সেরা  ও বাংলাদেশের সেরা খামারি  । এটি আমাদের বড় একটি অর্জন। আমাদের প্রাণী সম্পদ কার্যালয় শুরু থেকেই তাদের পাশে ছিল। সামনের দিনে তাদের যে কোন ধরনের সহযোগীতা লাগলে আমাদের পক্ষ থেকে করা হবে। জানতে চাইলে ময়মনসিংহ বিভাগের প্রথম  সেরা খামারি হামিদ সরকার বলেন,সকলের সহযোগীতায় আমি ময়মনসিংহ বিভাগের সেরা খামারি নির্বাচিত হয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিব স্যারকে। তিনি সর্বদায় আমাদের পাশে থেকেছেন। আমার এ অর্জন গ্রীন স্বদেশের সকলকে পুরো মাদারগঞ্জবাসীকে উৎসর্গ করলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।