• রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ওসির উদ্যোগে দেওয়ানগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মোয়াজ্জিনের জন্য কল্যাণ তহবিল গঠন সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা

জামালপুরে হিজড়াদের মাঝে বিনাসুদে ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
সমাজে সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে দেশের সবচেয়ে বৃহত্তম স্টিল কোম্পানী বিএসআরএম এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় হিজড়া সদস্যদের মাঝে বিনাসুদে ঋণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান।
উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মেদ, বিএসআরএম এর সিআরএস প্রধান তারিখুল কবীর, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর সদর থানার প্রতিনিধি বিট পুলিশ অফিসার তারিকুজ্জামান, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, সহসভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক লিটন সরকার।
জামালপুর জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান বিএসআরএম এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন জামালপুরে হিজড়াদের মাঝে বিনাসুদে ঋণ দিয়ে চ্যালেঞ্জ নিয়েছেন। এছাড়া বিএসআরএম এর সহযোগিতায় উন্নয়ন সংঘ হিজড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হিজড়াদের স্বাবলম্বী করার পাশাপাশি তাদের আচরণ পরিবর্তনসহ উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে বহুমাত্রিক উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে।
জামালপুরে প্রকল্পের আওতায় ২৫০জন হিজড়াকে তালিকাভুক্ত করা হয়েছে। এদিন ক্ষুদ্র ব্যবসা, গবাদী প্রাণি পালন, রন্ধন কাজ ও স্ক্রীন প্রিন্ট কার্যক্রমের ওপর ঋণ দেয়া হয়। ঋণ দেয়ার আগে বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেয়া হয়। প্রতি সদস্যকে ২৫ হাজার টাকা করে ঋণ দেয়া হয়। পর্যায়ক্রমে সকল সদস্যকে ঋণের আওতায় আনা হবে। ঋণ প্রদানের লক্ষ্য বাস্তবায়নে উন্নয়ন সংঘ নিবিড় পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ ও সহায়ক পরিদর্শন করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।