বিএনপি নেতার সন্তানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক করা সহ বিএনপি -জামাত পরিবারের সদস্যদের ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদে ও তাদের বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বতমান নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক ফকির এহেসানুল ইরফান, যুগ্ম আহ্বায়ক নুরে জান্নাত, যুগ্ম আহ্বায়ক মুতাফিজুর রহমান সোহাগ সহ আরো অনেকে।
এ সময় বক্তারা মদরের তুলশীর চর ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড এর সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার এর ছেলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাওছার আহমেদ স্বাধীন এর বহিঃস্কার করা সহ বিএনপি -জামাত পরিবারের সদস্যদের ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদে ও তাদের বাতিলের দাবি জানায়।