জামালপুরের শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন,বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন,যুগ্ম সাধারন সম্পাদক ফারহান আহমেদ সহ আরো অনেকে।
এ সময় বক্তারা মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে যুবকদের খেলাধুলার মাধ্যমে দেহমন গঠন করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পরে সমাপনী অনুষ্ঠানে দুই দিনব্যাপী ছয়টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।