• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শপথ নিলেন বাহাদুরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাজাহান মিয়া জামালপুরে ৩৫ বিজিবির পক্ষ থেকে অসহায় দুস্থ্যদের  মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ  পাররামরামপুর ইউনিয়নের উত্তর মোয়ামারী বাজারে পৈএিক রেকর্ডিও সম্পত্তি জবর দখলের অভিযোগ জামালপুর পাবলিক লাইব্রেরির জীর্ণতা দূর করে আধুনিকায়ন করতে হবে — আবুল কালাম আজাদ এমপি সাহিত্যের সব জায়গায় বিচরণ ছিল তালাত মাহমুদের : শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা আলগারচরে “যুবরাজ” ভুট্টার বাম্পার ফলন  জামালপুরে বিশ্ব পানি দিবস পালিত জামালপুরের বকশীগঞ্জে শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত  জামালপুরে “বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪”পালিত জামালপুরে অর্থের বিনিময়ে পুলিশে চাকরির প্রতিশ্রুতি, ৩ জন আটক

জামালপুরে সুফল—২ প্রকল্পের বন্যা পূর্বাভাস তথ্য প্রদানকারী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকামঃ

ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন এন্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন (ইকো)—এর অর্থায়নে এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি—হ্যাজার্ড আর্লিওয়ার্নিং সিস্টেমফর আফ্রিকাঅ্যান্ড এশিয়া (রাইমস)— এর কারিগরী সহায়তায় “স্কেলিং—আপফ্লাডফোরকাস্ট—বেসড অ্যাকশন অ্যান্ড লার্নিং ইনবাংলাদেশ (সুফল২) প্রকল্পটি কেয়ার বাংলাদেশের নেতৃত্তে ইকো—সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)— এর মাধ্যমে জামালপুর জেলার মাদারগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

বন্যা পূর্বাভাস বার্তাকে সহজে বোধগম্য করতে এবংজনগণের কাছে পূর্বাভাস বার্তার প্রচার প্রসারে ইএসডিও এর মাধ্যমে কেয়ার বাংলাদেশের “সুফল২প্রকল্প”এবংইসলামিক রিলিফ বাংলাদেশের “বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম ব্যবস্থাপনার মাধ্যমে জনগোষ্ঠীর সক্ষমতাবৃদ্ধি (এফবিএ) প্রকল্প”যৌথভাবে জেলা পর্যায়ে একটি বন্যা পূর্বাভাস তথ্য প্রদানকারী প্রশিক্ষণ (ইন্টার প্রেটারপুলট্রেনিং) আয়োজন করে।২৫জানুয়ারী বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক  ( সার্বিক) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান  — এর সভাপতিত্বে আয়োজিত এই প্রশিক্ষণে আমন্ত্রিত অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন দুযোর্গব্যবস্থাপনা অধিদপ্তরের প্রোগ্রামারও উপ প্রকল্প সমন্বয়ক জন প্রবীর কুমার সরকার।প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলার উপপরিচালক, স্থানীয়সরকারবিভাগ, সিভিলসার্জন, ডিআরআরও সহ উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পর্যায়েদু র্যোগব্য বস্থাপনা কমিটির বিভিন্ন সদস্য, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ, জেলা প্রেসক্লাবের প্রতিনিধি এবংবিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ।

প্রশিক্ষণ পরিচালনা করেন রাইমস—এর প্রকল্প পরিচালক ফখরুল আরেফিন।প্রশিক্ষণে দুযোর্গ ব্যবস্থাপনা কাঠামো, আগাম কার্যক্রম ম্যাট্রিক্স, বন্যা পূর্বাভাস এবং প্রচার ব্যবস্থা সহ ২০২২সালের বন্যার অভিজ্ঞতা আলোচনা করা হয়।

প্রশিক্ষণের সভাপতি মোহাম্মদ মোকলেছুর রহমান বলেন, “সুফল ২প্রকল্পের মাধ্যমে ভয়েস ম্যাসেজ সকলের কাছে পৌছানো নিশ্চিত করতে  হবে।বন্যার আগাম তথ্য প্রদানের ক্ষেত্রে কৃষি, প্রাণিসম্পদ, স্বাস্থ্য,ফায়ার সার্ভিসওমিডিয়া এবংএনজিও—গুলোকে এক সাথে কাজ করতেহবে; যেকোন ধরনের কাযক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ঠ সকলের সাথে সমন্বয় করতে হবে।”

বাংলাদেশের উত্তর—পশ্চিমাঞ্চলে রব্রহ্মপুত্র—যমুনা অববাহিকার কমিউনিটির উপর মৌসুমী বন্যার প্রভাব কমাতে, জরুরী প্রস্তুতি, সাড়াদান ও পুনরুদ্ধার প্রক্রিয়ার কার্যকারিতা উন্নত করতে এবংবন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি লাঘব করতে “স্কেলিং—আপফ্লাড ফোরকাস্ট—বেসড অ্যাকশন অ্যান্ড লার্নিং ইন বাংলাদেশ (সুফল২) প্রকল্প জামালপুর সহ কুড়িগ্রাম, গাইবান্ধা এবংবগুড়া জেলায় কাজ করে যাচ্ছে।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।