ফজলে এলাহী মাকামঃ
বন্যার ক্ষতি থেকে বাঁচতে হলে সচেতন হই সবাই মিলে, পাহাড়ি ঢালে বসবাস ডেকে আনে
সর্বনাশ, কৌশল যদি জানা থাকে বজ্রপাতে রক্ষা মেলে এই শ্লোগানকে সামনে রেখে
জামালপুরের ইসলামপুরে বন্যায় ক্ষয়ক্ষতি রোধে উপজেলা পর্যায়ে জনসচেতনতা মূলক কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ মে সকাল ১২.৩০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড
প্রোমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং বর্ণমালা কমিউনিকেশনের
সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার) ডাঃ আহসান হাবীব এর
সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দেওয়ানগঞ্জ উপজেলা বাংলাদেশ
আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব শাজাহান আকন্দ, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা
কমিটির আহবায়ক এবং অবঃপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী নারায়ন চন্দ্র সাহা, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের মেডিকেল আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ বিপুল মিয়া, ডাঃ এস এম আরিফুল
ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব শ্রী মোদন মোহন ঘোষ, উপজেলা
শিক্ষা কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য জনাব হারুন অর রশীদ, সাবেক
জেলা পরিষদ সদস্য আসলাম হোসেন, বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড এর প্রশিক্ষণ
কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষক, এনজিও কর্মী, স্বাস্থ্যকর্মী, ইমাম, জনপ্রতিনিধি
এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় স্বার্বিক তত্তাবধানে ছিলেন বর্ণমালা কমিউনিকেশনের প্রশিক্ষণ কর্মকর্তা
আব্দুল্লাহ আল-মামুন।
উক্ত কর্মশালায় বন্যা, ভূমিধস ও বজ্রপাতের সময় করণীয়, প্রতিকার সম্পর্কের পাশাপাশি বন্যার
পরবর্তী মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন অতিথিগন।