ফজলে এলাহী মাকাম ঃ
সবুজের উৎসব জীবনের উৎসব এই প্রতিপাদ্যের সামনে রেখে জামালপুর সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে কলেজ প্রাঙ্গণে প্রায় ৪৩ টি জাতের ৩ শতাধিক চারা রোপন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুর অর রশিদ , উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দে, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাকের আহমেদ চৌধুরী, প্রফেসর আব্দুল হাই আল হাদী সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বৃক্ষরোপণের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে সবুজ পৃথিবী আগামীর প্রজন্মকে উপহার দেওয়ার লক্ষ্যে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা পেতে ফলদ ও বনজ ও ঔষধি গাছের চারা রোপণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।