সোহেল /এহছানঃ
জামালপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে দুর্নীতিবিরোধী সাইকেল র্যালি হয়েছে।
রবিবার দুপুরে সচেতন নাগরিক কমিটি-সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এই সাইকেল র্যালির আয়োজন করে। সনাক কার্যালয়ের সামনে থেকে সাইকেল র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সনাক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় শহরের বকুলতলা, ফৌজদারি মোড় ও সরকারি আশেক মাহমুদ কলেজে দুর্নীতিবিরোধী পথসভা অনুষ্ঠিত। পথসভায় সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ খেলনা রানী দেব, সনাক সহ সভাপতি অধ্যাপক কায়েদ উদ জামান, সনাক সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, শুভ্র মেহেদীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দুর্নীতিবিরোধী সাইকেল র্যালিতে সনাক সদস্য ও ইয়েস সদস্যরা অংশগ্রহণ করে।