জামালপুরে ১০০ জন অসহায় দুঃস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ৩৫ বিজিবি জামালপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি।
সোমবার সকালে ৩৫ বিজিবি আয়োজনে বিজিবির মাঠ প্রাঙ্গনে বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিজিবিএম,বিএএম,এনডিসি,পিএসসির সার্বিক নির্দেশনায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৩৫ বিজিবির সহকারি পরিচালক মোঃ শামসুল হক সহ বিজিবির অন্যান্য অফিসার, জুনিয়র কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় শীতার্তদের পাশে দাড়াতে সরকার তথা বিজিবির মত সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।