ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুর জেলার সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান।
আজ সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড.আশরাফুর রহমান,পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক এডঃ ওয়ারেস আলী মামুন,জেলা বিএনপির সাবেক সাংগঠিনিক সম্পাদক শামীম আহমেদ,জামালপুর প্রেসক্লাব সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাব সভাপতি এডঃ ইউসুফ আলী, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজাউল করিম রেজনু, সনাক সভাপতি শামীমা খান সহ আরো অনেকে।
এ সময় বক্তারা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি জেলার সমস্যা ও সম্ভাবনা সমাধান কল্পে জেলা পুলিশের ভূমিকা ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আগামীর নতুন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।