রশীদুল আলম শিকদার
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর রবিবার ডাংধরা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি।
সকাল ৯টায় ডাংধরা ইউনিয়ন বিএনপি ও যুবদলের কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এর পর ডাংধরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মমতাজুল ফারুক বিপ্লব এর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে হতে আনন্দ মিছিল বের হয়। এতে অংশ গ্রহণ করেন ডাংধরা ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ডাংধরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে খন্ড খন্ড মিছিল এসে একত্রিত হয়ে জনসমুদ্রে পরিনত হয়।
মিছিল টি কাউনিয়ারচর বাজার হতে বিভিন্ন গলি ও মেইন রাস্তার মোড়ে মোড়ে প্রদক্ষিণ শেষে কাউনিয়ারচর ইউনিয়ন উপ -স্বাস্থ্য কেন্দ্রে এসে আলোচনা হয়।
যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান শামীম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন যুবদলের আহবায়ক মমতাজুল ফারুক বিপ্লব। বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সরওয়ার এ আলম, ডাংধরা ইউনিয়ন বিএনপির সভাপতি আখেরুজ্জামান নয়া, সাবেক সভাপতি আব্দুর রশীদ ফটিক, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সহ-সভাপতি মহসীন মিলন, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক শাহজামাল, যুবদলের যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান জোসনা, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক হাসান, ছাত্র দলের সভাপতি শাহীন আলম প্রমুখ।
একইভাবে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন, চরআমখাওয়া, পাররামরামপুর, হাতিভাঙ্গা, বাহাদুরাবাদ, চিকাজানী, চুকাইবাড়ী ইউনিয়ন সহ দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।