• বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে কর্মক্ষম বেকার যুবকদের মাসব্যপী কারিগরী প্রশিক্ষণের উদ্বোধন জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন কারাদন্ড জামালপুর স্কুল পর্যায়ে সাঁতার প্রতিযোগীতা অনুষ্টিত হারিয়ে যেতে বসেছে বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত পূবালী ব্যাংক পিএলসি বকুলতলা শাখার সাফল্য ।। শতকোটি টাকা ডিপোজিটে কেক কাটা-গ্রহকদের মাঝে মিষ্টিবিতরন জামালপুরে কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার এক দেওয়ানগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন জামালপুর জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের স্বাস্থ্য স্যানিটেশন উন্নয়ন অগ্রযাত্রায় ৩৫০ কোটি টাকার কাজ দৃশ্যমান জামালপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে কর্মক্ষম বেকার যুবকদের মাসব্যপী কারিগরী প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর কর্মএলাকার বেকার যুবক, যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মাসব্যপী কারিগরী  প্রশিক্ষণ শুরু হয় ইউএস-ডিটিআরসির প্রশিক্ষণ কেন্দ্রে। বুধবার প্রশিক্ষণের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, স্পন্সরশিপ অফিসার উজ্জ্বল প্রেট্রিক কোরাইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন।
প্রশিক্ষণ সূত্রে জানা যায় মাসব্যপী মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক প্রশিক্ষণে মোট ২৫ জন যুবক, যুবতী অংশ নেন। এ ধরণের ট্রেডভিত্তিক প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হবে বলে জানা যায়। প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে সংস্থা সূত্র জানায়।
উল্লেখ, এরিয়া প্রোগ্রামটি জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ১, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে । কার্যক্রমের মধ্যে জীবিকায়ন, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস এবং স্পন্সরশীপ অন্যতম। এরমধ্যে আবার দক্ষতা উন্নয়ন, পরিবেশ সম্মত গ্রাম প্রতিষ্ঠা, জিঙ্ক ধান উৎপাদন, অতিদারিদ্রের উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দল গঠন, সক্ষমতার বিকাশ ঘটানো, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিপদাপন্ন শিশুর তালিকা তৈরিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন করছে হংকং এবং মালয়েশিয়া।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।