এম.এফ,এ মাকামঃ
জামালপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের আওতায় স্কুল পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পুকুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি ,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জামালপুরের সরকারি পরিচালক রবিউল সহ আরো অনেকে।
এ সময় বক্তারা সুস্থ দেহ ও মন নিয়ে সাঁতার প্রতি গীতার মাধ্যমে নিজেদের মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
সাঁতার প্রতিযোগিতায় সদরের দশটি স্কুলের ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পড়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।