বিভিন্ন গণমাধ্যম, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় জামালপুর শহরের ছনকান্দা,যথার্থ পুর সাতপাকিয়া, চর কুটুরিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের যে সংবাদ প্রচার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছে বালুমহালে ইজারাদার হাজী মোঃ বাহার উদ্দিন।
এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন , ছনকান্দা, যথার্থপুর, সাতপাখিয়া ও চর কুটুরিয়া সহ মোট ৪ টি মৌজায় ১০৬ দশমিক ৪০৫০ একর জমি বালু মহালের নামে সরকারিভাবে বৈধভাবে ইজারা প্রদান করা হয়েছে। সেই ইজারায় সর্বোচ্চ দরদাতা হিসেবে অংশগ্রহণ করে সরকারি রাজস্ব যথা সময়ে পরিশোধের মাধ্যমে বালু মহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করার মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় তা যথাযথ নিয়ম মেনে বৈধভাবে সরবরাহ করা হচ্ছে।
সংবাদে যে অবৈধভাবে বালু উত্তোলনের কথা বলা হয়েছে তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত । মূলত একদল কুচক্রী মহল ব্যবসায়িক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই বালু মহাল সম্পর্কে সংশ্লিষ্ট সংবাদদাতা কে ভুল তথ্য প্রদান করেছে।
তাই বালু মহাল সম্পর্কের প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
হাজী মোঃ বাহার উদ্দিন
ইজারাদার
বালু মহাল
জামালপুর।