ফজলে এলাহী মাকাম ঃ
নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গরি এই প্রতিবাদকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মৌসুমী খানম, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার সহ আরো অনেকে।
এ সময় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে, নারীর ক্ষমতায়নে, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরের জাতীয় জয়ী দাঁতের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।