জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপহরণকারী জাহিদুল হক জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সকালে মেলান্দহর মুন্সী নাংলা পূর্ব পাড়া মসজিদ ও গোরস্থানের জমি জোরপূর্বক দখল করার প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জাকির হোসেন, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার, অ্যাডভোকেট শিলা, জাহানারা বেগম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা নাংলা মুন্সিপাড়ার গোরস্থান ও মসজিদের জমি জোরপূর্বক দখলকারী জাহিদুল হক জুয়েল ও নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অ্যাডভোকেট জাকির হোসেন সহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
ফজলে এলাহী মাকাম
জামালপুর।
২১-১২-২৪