ফজলে এলাহী মাকাম ঃ
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, ৩৫ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার পাশাপাশি মাদক মুক্ত থেকে তারুণ্যে দীপ্ত হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।