• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর শহরের সরদারপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর // থানায় অভিযোগ দায়ের বকশীগঞ্জে ভিডব্লিউবি, ভিজিডি প্রকল্পের লটারি: স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন জামালপুরে জিপিএ -৫ পেয়েছে ১ হাজার ৫২৪ জন-জামালপুর সরকারী ‍বালিকা উচ্চ বিদ্যালয়েপাশের হার শতকরা ৯৮.৩০ সরকারি আশেক মাহমুদ কলেজে একাউন্টিং ক্লাব উদ্বোধন জামালপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আট পরিবারের মাঝে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র বিতরণ বকশীগঞ্জ পৌরসভায় ফুটপাত ও সড়ক দখল: জনদুর্ভোগ চরমে বকশীগঞ্জে মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন দেওয়ানগঞ্জে সময়ের কণ্ঠস্বরের ১ যুগপূর্তি উদযাপন মানবতার সেবায় জামালপুর সদরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল দোস্ত এইড জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও কলেজের নামে মিথ্য অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর বিওপি পর্যায়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

 

ফজলে এলাহী মাকামঃ

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর বিওপি পর্যায়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে
দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতিতে জামালপুর ব্যাটালিয়নের
(৩৫ বিজিবি) অধীনস্থ কুড়িগ্রাম জেলার রৌমারী এবং রাজীবপুর উপজেলাধীন সাহেবের আলগা, দাঁতভাংগা,
গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, বাংলাবাজার, হিজলামারী, বড়াইবাড়ী, খেয়ারচর ও বালিয়ামারী এবং
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলাধীন বাঘারচর, পাথরেরচর, ঝাউডাংগা, কামালপুর ও
সাতানীপাড়া বিওপি’র নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হয়।

বিজিবির মহাপরিচালকের  আদেশে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি  সাবিক নিদেশনায় সীমান্ত দূর্ঘটনার বিভিন্ন  অবৈধভাবে সীমান্ত অতিμমসহ মাদক পাচার/গরু চোরাচালানের সাথে জড়িত না হওয়া।
বাংলাদেশী নাগরিক কর্তৃক শূন্য লাইন অতিμম করে ভারতের অভ্যন্তরে ঘাস কাটা, ফসল বিনষ্ট করা,
ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকান্ড পরিহার করা।
এছাড়া বাংলাদেশী নাগরিক কর্তৃক প্র তিপক্ষ বিএসএফ/ভারতীয় নাগরিকের সাথে খারাপ অঙ্গভঙ্গি প্র দর্শন,অশ্লীল
ভাষা ব্যবহার এবং টহল দলের উপর ইট, পাথর নিক্ষেপ না করা। সন্ধ্যার পর কোন অবস্থাতেই সীমান্ত এলাকায় গমন না করা। বাঁশের আরকি ব্যবহার করে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু
পারাপার না করা।মাদক সেবনের কুফল সম্পর্কে আলোচনা এবং মাদক পাচার ও চোরাচালান প্র তিরোধে বিজিবিকে তথ্য
প্র দানের মাধ্যমে সহায়তা করা। মানসিক অসুস্থ্য ব্যক্তিদের পাচার রোধে বিজিবিকে তথ্য প্র দানের মাধ্যমে সহায়তা করার পাশাপাশি
সীমান্ত এলাকা দিয়ে যাতে জালনোট পাচার হতে না পারে সে ব্যাপারে নিজে সতর্ক থাকা এবং অন্যকে
জালনোট পাচার প্রতিরোধে সতর্ক থাকার ব্যাপারে প্রে ষণা প্র দান করা। বাস্তচ্যুত মায়ানমার নাগরিক (ঋউগঘ) যাতে কোনভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্র বেশ করতে না
পারে সে ব্যাপারে সতর্ক থাকা এবং বিজিবিকে তথ্য প্র দানের মাধ্যমে সহায়তা করতে বলা হয়েছে।
এ সমস্ত অপরাধের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও
সকলকে যথাযথ সতর্ক করা।
তাছাড়াও বিজিবি এবং স্থানীয় জনসাধারণের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার নিমিত্তে সকলকে অবহিত করা হয়।

জনসচেতনতামূলক সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।