জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে জামালপুরের মেলান্দহে পাঁচজন গুরুতর আহত হয়েছে।
শনিবার সকালে মেলান্দহ উপজেলার কায়েত পাড়া গ্রামে, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ শহীদুল্লাহ পরিবারের সাথে দেশীয় অস্ত্র দিয়ে আনোয়ার ইসলাম তুহিন, আশরাফ হোসেন শাহীন,আখতারুজ্জামান স্বপন, জাকির হোসেন সম্প্রাট,মাসুমা পারভিনর বিদ্যুৎ,ইয়াছমিন া্ক্তার বিউটিিআম্বিয়িা বেগম,আবিদ,রেখা বেগম বেধরক মারপিট ও বাড়িঘরে হামলা করে। হামলায় গুরুতর আহত অবস্থায় ময়েন উদ্দিন, শ্যামল, মিন্টু,চঞ্চল,গোলাম রব্বনি,এমদাদুল হক,দুলাল,রওশনআরা বেগম ও কামরুন নাহারকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে মেলান্দহ থানায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ মেলান্দহ থানায় ১৪৩,৪৪৭,৩২৩,৩২৪,৩২৫,৩২৬,৩০৭,৩৫৪,৪২৭,৩৭৯,৫৫০৬,১১৪,৩৪ :ধারায় মামলা দায়ের করেছে।
আসামিদের ধরতে অভিযান পরিচালনা কর হচ্ছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ।
ফজলে এলাহী মাকাম