জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের স্বপ্ন একাদশের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে স্বপ্ন একাদশের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বপ্ন একাদশের প্রধান উপদেষ্টা এম শুভ পাঠন। রিপন হোসেন হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন হৃদয়, আনন্দ খান, আবুল হাসেম হাসু, নাসির উদ্দিন, ছোটন মিয়া, সুলতান মিয়া, লিটন মিয়া, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোবারক হোসেন, সীমান্ত, মোহাম্মদ জাহিদ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জুয়েল রানা।
এ সময় বক্তারা, স্বপ্ন একাদশের মাধ্যমে সমাজের হতদরিদ্র মানুষের উপকার করার পাশাপাশি, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস মুক্ত জনপদ তৈরিতে ও যুবকদের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে কাজ করার পাশাপাশি আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।