এমএফএ মাকাম ঃ
জামালপুর বি আর টি এর ভ্রাম্যমান আদালতে মামলায় ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের টিউবল পাড় ও ফেরিঘাট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বি আর টি এর ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাসেম। এ সময় জামালপুর সার্কেল বিআরটিএর মোটর যান পরিদর্শক মোঃ মুনজিল হোসেন সহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে, চলাচলরত গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, ত্রুটিপূর্ণ যানবাহন চলাচলে নিষিদ্ধ করা সহ সড়ক পরিবহন আইনে উল্লেখিত নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যেই প্রতিনিয়ত এমন ভ্রাম্যমান আদালত পরিচালনা হবে বলে জানানো হয় বিআরটিএ জামালপুরের পক্ষ থেকে।