ফজলে এলাহী মাকামঃ
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫
বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় বৃহস্পতিবার বিকালে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি)
অধীনস্থ কামালপুর বিওপি থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সীমান্ত পিলার ১০৮৪/২-এস হতে
আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালপুর বাজার বাস স্ট্যান্ড এলাকা থেকে ভারতীয়
ফেন্সিডিল-২২ বোতল এবং মোটরসাইকেল-০১ টি সহ ০১ জন আসামী করা হয়্। আটককৃত আসামী শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মৃতঃ শাজাহান খন্দকানের ছেলে মোঃ সুজন খন্দকার (৩৫)।
জব্দকৃত আসামীসহ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল বকশিগঞ্জ থানায় জমা করা হয়েছে।
বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে
সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন
করে যাচ্ছে জামালপুর ৩৫ বিজিবি।এ সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।