ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে দোস্ত এইডের বাংলাদেশ সোসাইটির আয়োজনে ১১৪ জন এতিম শিক্ষার্থীদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে শহরের কাজীর আথ এলাকায়দোস্ত এইডের বাংলাদেশ সোসাইটির প্রধান কার্যালয়ের মিলনায়তনে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোস্ত এইডের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, একাউন্টস অফিসার মাজহারুল ইসলাম, শিক্ষা অফিসার শওকত মিয়াসহ আরও অনেকে ।
এ সময় বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে দোস্ত এইডের গৃহীত প্রকল্পসমূহের ভূয়সী প্রশংসা করেন এবং দোস্ত এইডের শিক্ষাবৃত্তি এতিম শিক্ষার্থীদেরকে উজ্জ্বল ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ।
উল্লেখ্য যে,দোস্ত এইড বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির আলম চৌধুরীর নেতৃত্বে হতদরিদ্র ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য জামালপুর সহ দেশের ৩৪ টি জেলায় ৩২ প্রোগামে বিভিন্ন গৃহহীনদের ঘর নির্মান,খাদ্য সামগ্রী বিতরন,এতিম শিশুদের শিক্ষা বৃত্তি প্রদান করা সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। যা সকল মহলের কাছে প্রশংনীয় হয়ে উঠেছে।
দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে ১১৪ শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দোস্ত এইড প্রতি মাসে বিভিন্ন ক্যাটাগরিতে ১ হাজারের অধিক শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান হয়ে থাকে।