মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ উপজেলা বিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আজ দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় দেওয়ানগঞ্জ মালিহা ইকো পার্কের হল রুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
ট্যালেন্ট চার্জ রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় -সভাপতিত্ব করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের. সভাপতি আজিজা রোজ বার্ড কলেজিয়েট স্কুলের পরিচালক আমির হোসেন মুরাদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অথেনটিক সেন্ট্রাল স্কুলের পরিচালক আব্দুস সবুর, ডিডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজ এর পরিচালক মাহমুদুল হাসান,
দুলজান মেমোরিয়াল স্কুলের পরিচালক আকোয়াত হোসেন মুকুল, বিদ্যাপীঠ মডেল স্কুলের পরিচালক শফিকুল ইসলাম, ডিগ্রির চর আইডিয়াল স্কুলের পরিচালক আনাম, দুরন্ত মেধা স্কুলের প্রধান শিক্ষক বিউটি আক্তার, সাইনিং স্টার মডেল স্কুলের পরিচালক নাজিম উদ্দিন, দি কনফিডেন্স স্কুলের পরিচালক শাহ্ জাহান,ডিগ্রির চর কোওপারেটিভ স্কুলের পরিচালক ফরহাদ হোসেন,মাতৃছায়া স্কুলের পরিচালক কামরুল হাসান, দুরন্ত মেধা স্কুলের পরিচালক প্রধীর কুমার সাহা,বিদ্যাকানন স্কুলের পরিচালক কাউসার হোসেন,স্টার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শাহিনা আক্তার, হাজী বরকতুল্লা ক্যাডেট একাডেমির পরিচালক আশেকা আক্তার, সোনামুনি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম সহ
আগত উপজেলার সকল কিন্ডারগার্টেনের প্রতিষ্টাতা,পরিচালক ,প্রধান শিক্ষকবৃন্দ ।
আলোচনা সভায় -ডিগ্রির চর কো-অপারেটিভ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষক জনাব ফরহাদ হোসেন বলেন- একটা সংগঠন অনেকটা দিক দিয়ে সহাক হিসেবে কাজ করে। সংগঠন শুধু নিজের প্রয়োজনে না সবার দুঃখ দুর্দশা ভাগ করে নেওয়া। আমাদের সবার সংগঠনের আওতায় আনতে হবে।
আমরা প্রাইভেট বিদ্যালয়গুলো সরকারের সাথে তাল মিলিয়ে দেশ ও জাতীকে সামনের দিকে এগিয়ে নিতে এবং একটি সুশিক্ষিত জাতী হিসেবে গড়ে তুলতে ,আমাদের অবদান অতুলনীয়।
অনুষ্ঠানের সভাপতি আমির হোসেন মুরাদ তার বক্তব্যে বলেন,
আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে থাকি -এবং উপজেলায় আমরা প্রতিবছর প্রাথমিকে ঈর্ষান্বিত ফলাফল অর্জন করে থাকি । আলোচনা সভায়- সমাপনী বক্তেব্য-জনাব মুরাদুজ্জামান সাহেব বলেন-করোনার প্রাদুর্ভাবের পর উপজেলাসহ সারা বাংলাদেশের কিন্ডারগার্টেন গুলো ক্ষতিগ্রস্থ হয়েছে,বিভিন্নভাবে ।
আমরা সরকারের কাছে অনুরোধ করবো সরকার যেন আমাদের দিকে একটু সুদৃষ্টি দেয় ,এবং সরকার আমাদের দিকে সুদৃষ্টি দিলে আমরা সকলেমিলে সরকারের কাঙ্খীত সুশিক্ষিত জাতীগঠনে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যেতে পারবো । আলোচনা সভায়-উপজেলার সকল কিন্ডারগার্টেনগুলোর বর্তমান অবস্থা,সমস্যা ,সমাধান ,ভবিষ্যত পরিকল্পনা, নিয়ে মত-পরামর্শ করা হয় ।