• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

আব্দুর রউফ তালুকদার বিএনপির কেউ নয়,দল তাকে আজীবন বহিষ্কার করেছে

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করায় তাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। এ তথ্য জানিয়ে প্রেস বিফিং করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

বুধবার (৭ মে) সকাল ১১টায় বকশীগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে প্রেস বিফিং এর আয়োজন করে বিএনপি।

প্রেস বিফিং এ বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাক জাহিদুল ইসলাম প্রিন্স এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সিনিয়র সভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারীকে, পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন ছানু সওদাগর, সাংগঠনিক সম্পাদক শাজাহান পারভেজ শাহীন, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

বক্তব্য উপজেলা বিএনপির সাধারন সম্পাক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমলে যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ও বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণ করেছেন। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের দোসর যারা ছিলেন, যাদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলো। আপনারা জানেন যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিগত সময়ে বিভিন্ন নির্বাচনে অংশ গ্রহণ করেছে তাদেরকে কেন্দ্রীয় সিধান্তে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে পর দেশের যখন পট পরিবর্তন হয়েছে, বিএনপি যখন সুসংগঠিত হতে যাচ্ছে এখন তাড়া আওয়ামী লীগের কাধে ভর দিয়ে বিএনপির ভিতরে ঢোকার জন্য বিভিন্ন পায়তারা শুরু করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এসময় তিনি বকশীগঞ্জে বহিস্কৃত নেতাদের নামের তালিকা পড়ে শুনান যার মধে প্রথমে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদারকে ২১ মে ২০২৪ ইং তারিখে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফখরুজামান মতিনকে ৯ মার্চ ২০২৪ ইং তারিখে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।