• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) রৌমারী সীমান্তে FDMN (রোহিঙ্গা) নাগরিক বিএসএফ এর  পুশইন প্রতিরোধে বিজিবি, স্থানীয় প্রশাসন তৎপরতা অব্যহত

ফজলে এলাহী মাকামঃ

সম্প্রতি কুড়িগ্রাম জেলার রেীমারী সীমান্তে বিএসএফ ভারতে অবস্থানরত মায়ানমার নাগরিক ও বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করানোর অপচেষ্টা করছে।এক  প্রেস বিজ্ঞপ্তিতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।৩৫ বিজিবির বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে বিএসএফ কর্তৃক বিভিন্ন স্থানে ছোট ছোট গ্রুপ করে এদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের অপচেষ্টা অব্যাহত রেখেছে । বিএসএফ এর এই অপতৎপরতা রুখে দিতে বিজিবি’র পাশাপাশি উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসনও সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, টহল তৎপরতা বৃদ্ধি করেছে এবং বিজিবিকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। অবৈধভাবে পুশ ইন ঠেকাতে বিজিবির সাথে আনসার ও গ্রাম পুলিশ দিন রাত্রি অক্নান্ত পরিশ্রম করে সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে।

এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে বিজিবিকে সার্বিকভাবে সহযোগিতা করছে। সীমান্তবর্তী দেশপ্রেমিক জনগণ কাধেঁ কাধঁ মিলিয়ে নিজ নিজ এলাকায় বিজিবি’র সাথে সীমান্ত পাহারায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, গত ০৭ ও ০৮ মে ২০২৫ তারিখ সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩২ জন ব্যক্তিকে বিজিবি কর্তৃক আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়ধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।