এম.এফ.এ মাকামঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন নদী তীরবর্তী এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে নদী ভাঙন কবলিত সাধারণ জনগণের পক্ষে স্বারকলিপি প্রদান করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য-সচিব লুৎফর রহমান।
শনিবার এই ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে একটি সমন্বিত ও টেকসই প্রকল্প গ্রহণ করে স্থায়ী প্রতিরোধ গড়ে তোলার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে নদী ভাঙন কবলিত সাধারণ জনগণের পক্ষে স্বারকলিপি প্রদান করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য-সচিব লুৎফর রহমান বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রাম এবং ইসলামপুর উপজেলার কুলকান্দি ও নোয়ারপাড়া ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল প্রতি বছর যমুনা নদীর ভয়াবহ ভাঙনের শিকার হচ্ছে।
নদী ভাঙ্গন প্রতিরোধে প্রাক-প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য উপদেষ্টাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানান।েএ সময় পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।