বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন উপলক্ষে পরিচিতি র্যালি করেছে বেসরকারি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনির্ভারসিটি। বুধবার (২৩ জুলাই) দুপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনির্ভারসিটি এই শোক ও পরিচিতি র্যালির আয়োজন করে।
র্যালিটি ফৌজদারি মোড় থেকে শহরের প্রধান সড়ক বকুলতলা মোড় প্রদক্ষিণ করে ভার্সিটি ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালিতে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অধ্যাপক শহিদুর রহমান খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক, রেজিস্ট্রার মুহাম্মদ গোলাম মওলা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রইস উদ্দিন, প্রক্টর মিনহাজ উদ্দিন, আশরাফুল ইসলাম বুলবুলসহ অন্যানরা। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আইন, অর্থনীতি, ইংরেজী, রাষ্ট্রবিজ্ঞান, ইইইসহ মোট ৮টি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেয়।