ইসলামপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুর নদী ভাঙ্গন রোধ, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয় এবং কাঁসা শিল্পকে জিআ্ই পণ্য করার লক্ষে বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধী ও সাংবাদিক সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।
তিনি ইসলামপুর উপজেলার স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভাবে গুরুত্ব সহ নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা ও কাসাঁ পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানে প্রশাসনের সহযোগিতা অব্যহত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, তৌহিদুর রহমানের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক হাছিনা বেগম, সহকারী কমিশনার ভূমি মো, রেজোয়ান ইফতেকার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে তিনি যমুনা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত চলাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের যাতায়াতের জন্য নৌকা সরবরাহ, ৬জন অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে শুকনো খাবার এবং ৩ পরিবারের মাঝে ঢেউটিন ও তিন হাজার টাকা করে চেক প্রদান করেন।