ফজলে এলাহী মাকামঃ
জামালপুরের জুলাই গণঅভ্যুত্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে গ্রীন এন্ড ক্লিন ক্যাম্পাস প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ জুলাই দুপুরে জামালপুর জেলা পরিষদের আয়োজনে গ্রিন এন্ড ক্লিন ক্যাম্পাসের সমাপন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রকল্পের সভাপতি ও জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল আতিক । জেলা পরিষদের আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে
গ্রীন এন্ড ক্লিন ক্যাম্পাস প্রকল্পের মাধ্যমে জেলার দুটি কলেজ, তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও একটি ফাজিল মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ২১০ টি ফলজ ও মনোযোগ ও ঔষধি গাছ রোপন করার মাধ্যমে ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ ক্লাব গঠন করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করা হয়।