• বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে খুন বিচারক পুত্রের দাফন সরিষাবাড়ীর নিজ বাড়িতে সম্পন্ন সানন্দবাড়ীতে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম এমএমপি গঠন ও পরিকল্পনা প্রণায়ন সভা  জামালপুরে স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর পৌর প্রশাসকের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে ডিজিটাল প্লাটফর্মে আয় বাড়াতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা জামালপুর সদরে সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন সম্পন্ন

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন নিয়ে শিশু ও যুব সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে শিশু, কিশোর ও যুবকদের জীবনের শুরুতেই লক্ষ্য এবং স্বপ্ন স্থির করে এগিয়ে যাওয়ার অদম্য আশাভরা শুভ যাত্রা সফল করার উদ্দেশ্য সামনে রেখে ‘ আমার জীবন, আমার স্বপ্ন’ উদযাপন এবং বার্ষিক শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার জামালপুর শহীদ সাফোয়ান সদ্য অডিটরিয়ামে দিনব্যপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।
প্রথম পর্বের আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, জপলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মঞ্জুরুল আলম, ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক জাকিরুল হোসাইন, ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সেবাস্টাইন পিউরিফিকেশন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল ডি কস্তা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, শিশু ফোরামের সদস্য ইফতিয়াক, আফরিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল।
প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেক কেটে শিশু, কিশোর ও যুবকদের মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ‘আমার জীবন, আমার স্বপ্ন’ বইটি আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। পরে আমার জীবন, আমার স্বপ্ন’ বইটি পাঠ ও সঠিক নিয়মে স্বপ্ন লেখার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে শিশু ও যুব ফোরামের সদস্যদের পরিবেশনায় নৃত্য, সংগীত, অভিনয় পরিবেশন করা হয়। দিনব্যপী মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সবাই। অনুষ্ঠানস্থলের দেয়ালে দেয়ালে লাগানো হয় শিশু সুরক্ষা বিষয়ক মনিষিদের বাণী, সাহিত্য বিষয়ক দেয়াল পত্রিকা ও নিজেদের আঁকা অসংখ্য ছবি।
গোছানো এবং সময়োপযোগী আয়োজনে সন্তোষ প্রকাশ করে জামালপুর এরিয়া প্রোগ্রামের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অতিথিরা। অনুষ্ঠান আয়োজন করে জামালপুর শিশু ও যুব ফোরাম। সহাযোগিতা করে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি)


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।