পথ ভুলে চলে এলাম পার্বত্য ভূমিতে
যেন প্রকৃতি আছে সুঢারু সাজেতে ।
পাহাড়ের বুক চিরে ঝর্ণার আগমনে
মায়াবী সৌন্দর্য দেখি পানি নিঃসরণে ।
হাজারো হরেক বিহঙ্গের সুরে
ঝর্ণার অপূর্ব মধুর ধীরে
বিলিয়ে যায় সৌন্দর্য অকাতরে।
লাখো বৃক্ষের পরম সুন্দর সমাহারে
মোহিত আমি এ সুন্দর সমীরে ।
মনে হয় আমি ই সুখী এ ধরাতে
দেখি তোমার সৌন্দর্য অতিপ্রাকৃতে ।
হেঁটে চলি অপরুপ সূর্যের কিরণে
থাকি সৌন্দর্যের নতুন উপাদানে
দেখি শোভা নব আঙ্গিকে এ আসনে ।
যখন তোমার ছবি ভাসে আমার সামনে
সবকিছু ভুলে যাই এ ভূবনে
তোমাকে নিয়ে ভাবি একমনে।
যদি তোমাকে কাছে পেতাম চিরকালে
ভালোবেসে যেতাম তোমাকে অনাবিলে ।