দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
সদ্য ঘোষিত দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আরিফ উদ্দিন। গত ২ আগষ্ঠ জামালপুর জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটি আত্মপ্রকাশ করে। পৌর কমিটির সদস্য সংখ্যা ১০১। মোঃ আরিফ উদ্দিন এর আগে দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ছিলেন। তিনি জানান,আমি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুইটি মামলার আসামি ছিলাম। এবং আমাকে একাধিকবার শারীরিকভাবে নির্যাতন করে আমার ক্ষতি সাধন করা হয়েছে। আমি দীর্ঘদিন চিকিৎসাধিন ছিলাম। বিএনপি’র দুঃসময়ে আমি মাঠ ছেড়ে যাইনি তাই বর্তমান বিএনপি’র পৌর কমিটিতে আমাকে মূল্যায়ন করা হয়েছে। তিনি আরো বলেন, আগামী দিনের রাজনীতিতে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে আমি সর্বশক্তি দিয়ে দলকে শক্তিশালী করব।