সাকিব হোসেন ঃ
জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ও জামালপুর-২ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এসময় বক্তারা বলেন, গতকাল বিকেলে ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে বাড়ি ফেরার পথে শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মীদের উপর আকস্মিক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত ৪ জন আহত হন। এ ঘটনায় এখনো দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়নি। তাই দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আগামীতে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।