ফজলে এলাহী মাকাম|ঃ
জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মেলান্দহ উপজেলা পরিদর্শন করেন। আজ ১২ জানুয়ারী সোমবার সকালে মেলান্দহ উপটজেলা পরিষদ মিলনায়তনে এক সুধি জনের সাথে আলোচান সভায় প্রধান অতিথির বক্তাব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী। এ সময মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মাকর্তা জিন্নাত আরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থান এ শহিদ পরিবারের সদস্য, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী মেলান্দহ থানা পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ হলরুম এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারের মাধ্যম জনগনকে ভোট দানে উৎসাহ প্রদানের দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে পুনর্বাসন উপকরণ বিতরণ করেন।