এতদ্বারা জামালপুর জেলা সহ সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জামালপুর বকুলতলাস্ত টিক্কা পট্টি মোড়ে, তফছিল কৃত থানা ও জেলা জামালপুর মৌজার সিংহজানীর মধ্যে প্রজার সাবেক ১৩৫৭ নং,আর ও আর ১৮৮৩ নং, বি আর এস ৩৮১৮ নং খতিয়ানভুক্ত। জেএল নং -৫।
১। পর্চার সাবেক ১৯৮৭ নং দাগ,আর ও আর ২১৯৫ নং দাগ,বিআরএস ৩০৭২ নং দাগ, শ্রেণী দোকান ঘর ইহাতে ৩.৫ (সাড়ে তিন)শতাংশের কাতে ১.৫(দেড়) শতাংশ ভূমি মাত্র। যার বায়না ক্রয় সূত্রে উক্ত জমির মালিক শারমিন আক্তার। মোবাইল – ০১৭১৪-৩২০৪৫৬। তিনি জামালপুর সদর থানায় এক অভিযোগপত্রে উল্লেখ
করেন, শহরের আমলাপাড়ায় তার ফুফাতো বোন মাগফেরাত বেওয়ার ছেলে মোহাম্মদ সলিমুল্লাহর কাছ থেকে উপরোক্ত তফসিলকৃত জমি শারমিন আক্তারের কাছে বিক্রি করার প্রস্তাব দিলে সে মতে, ০৭-১২-২০২১ সালে মোঃ সলিমুল্লাহর কাছ থেকে তফছিলি জমি বাজার মুল্য যাচাই করিয়া সম্পুর্ন মুল্যের ৯০% টাকা পরিশোধ করিয়া বায়নানাম দলিল করে দেয়।
সে সময় মোঃ সলিমুল্লাহাকে শারমিন আক্তার জমি দেখাশোনা করার ও দায়িত্ব প্রদান করে। এখন বাকি ১০% টাকা দিয়ে রেজিষ্ট্রী চাইলে মোঃ সলিমুল্লাহ জমি রেজিস্ট্রি না করে দিয়ে নানা ধরনের টালবাহানা ও প্রান নাসের হুমকি প্রদান করে এবং সাইনবোর্ড ফেলেদেয়।
এ ব্যাপারে তফসিলি জমি বুঝিয়ে দিতে ও জীবনের নিরাপত্তা চেয়ে শারমিন আক্তার জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত তফসিলি জমির জন্য সর্বসাধারণ কে সতর্ক থেকে ও জীবনের নিরাপত্তা চেয়ে ও তার জমি বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে শারমিন আক্তার।