• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জামালপুরে আ’লীগ নেতা উজ্জলের উদ্যোগে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ

 

 

এম.ইউ. শাকিল ॥

প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নিজ এলাকায় ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জামালপুর  জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার উজ্জল। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। একই সাথে দরিদ্র মানুষকে সহযোগিতা করতে ধনীদের উদাত্ত আহ্বান জানান তিনি এবং করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে বলেন।

“মানুষ মানুষের জন্য” এই শ্লোগানে আজ সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে জামালপুর শহরের কাচারীপাড়া এলাকায় ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেট ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সোয়াবিন তেল, ১ কেজি আটা, আধা কেজি লবণ ও ১ টি হাত ধোয়া সাবান।

প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। এ সময়  উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য মামুন চৌধুরী, নারায়ণ চন্দ্র পাল রানা, সাবেক ছাত্রলীগ নেতা আয়নল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সদস্য ও শহর যুবলীগের সভাপতি এবং সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জি.এস শাহরিয়ার উজ্জল এ প্রতিবেদককে বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, জামালপুর পৌরসভায় ১২টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ১০ জন করে ধনী ব্যক্তি রয়েছেন। এরমধ্যে একজন ধনী ব্যক্তি যদি কমপক্ষে ১০০ জন দরিদ্র পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেন, তবে  পৌরসভার এক হাজার ২০০ পরিবার উপকৃত হবে। আমাদের নিজ এলাকার লোকেরা যদি না খেয়ে থাকে তবে আখেয়াতে আমরা আল্লাহকে কি জবাব দিব। তাই আমরা আল্লাহকে ভয় করি এবং দরিদ্র মানুষকে সহযোগিতা করি। একই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলি আমরা সকলেই ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।