এম.এফ.এ মাকাম ঃ
আর মাত্র কদিন পরেই ঈদুল আজহা মানে কোরবানীর ঈদ। এর এবারের জামালপুরের কোরবানীর ঈদে সবচেয়ে সেরা গরু জামালপুরের কালোমানিক। শহরের পশ্চিম ডাকপাড়া এলাকায় এই কালো মানিকের ওজন প্রায় ১ হাজার কেজি। দেখতে বেশ চওড়া,গায়ের রং মিচমিচে কালো রংয়ের তাই আদর করে এর মালিক জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী আমিনুর ইসলাম নাম রেখেছেন কালো মানিক। গরুটিকে দেশীয় পদ্ধতিতে কনোরূপ ক্ষতিবকারক ইনজেকশন ছাড়াই সবুজ নেপিয়ার ঘাস,খই,ভুষি খাইয়ে মোটা তাজা করা হয়েছে। যারা একটু সৌখিন মানুষ তারাই এই কালো মানিক গরুটিকে সাচ্ছন্দে কিনতে পারেন। গরুটির মালিক আমিনুর ইসলাম বলেছেন কালো মানিক দেখতে চোখে পড়ার মত। যার দাম তিনি চেয়েছেন ৫লাখ টাকা। তবে বাড়িতে এসে গরু কিনতে চাইলে দরদাম করা যাবে। গরুটি অনলাইনের মাধ্যমেও কিনতে পারবেন ক্রেতারা। সেই সাথে নিজস্ব পরিবহন দিয়ে ক্রেতার বাড়িতে পৌছে দেওয়ারও ব্যবস্থা আছে তাদের। তাহলে এর দেরি কেন। কালো মানিককে যারা পছন্দ করেছেন তারা করোনা কালীন সমনে হাট-বাজারে না গিয়ে ঘরে বসেই কিনতে পারেন।