• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শিশু হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ দেওয়ানগঞ্জে সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডন্ডেশনের আয়োজনে ১৭তম চক্ষু শিবির অনুষ্ঠিত সরকারের পক্ষ থেকে বন্যাত্ব এলাকার মানুষের জন্য সব ধরনের সহযোগীতা করা হবে–জেলা প্রশাসক ইমরান আহমেদ জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করলেন ডিআইজি বেরোবিতে কৃষি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর মহামারী কোভিডের প্রভাব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুর সদরের নরুন্দিতে তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন “রৌমারী বিল অনন্য পর্যটন শিল্প হিসেবে গড়ে উঠতে পারে” জামালপুরের ডিসি মো: ইমরান আহমেদ জামালপুরে মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন -পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ 

জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশেনের কমিটি গঠন, শফিকুল সভাপতি ও আজাদ সাধারণ সম্পাদক

জামালপুর প্রতিনিধি ঃ
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। সোমবার দুপুরে মিডিয়া ক্যাম্পাস কার্যালয়ে সংগঠনের সকলের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।
যমুনা টিভির ক্যামেরাপার্সন শফিকুল ইসলামকে সভাপতি ও সময় টিভির ক্যামেরাপার্সন আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন বেলাল হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের ক্যামেরাপার্সন আল-আমিন, সাংগঠনিক সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মাইটিভির ক্যামেরাপার্সন শাওন মোল্লা, দপ্তর সম্পাদক ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন মো: মাসফি আকন্দ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএ টিভির ক্যামেরাপার্সন সজিব খান, কার্যনির্বাহী সদস্য নিউজ টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শাকিল আহম্মেদ, একুশে টিভির ক্যামেরাপার্সন সালাউদ্দিন আহমেদ মিঠু, বিজয় টিভির ক্যামেরাপার্সন মো: সেলিম। এছাড়াও সংগঠনের সধারণ সদস্য হলেন, একাত্তর টিভির ক্যামেরাপার্সন মো: মাসুম মিয়া, ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন মো: সাদিকুর রহমান রোমান ও বাংলা টিভির ক্যামেরাপার্সন তৌফিকুল ইসলাম তুর্জ। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক শোয়েব হোসেনসহ জেলার সকল সাংবাদিকবৃন্দ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুরের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।