• শনিবার, ১০ মে ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মন্তব্য কলাম- স্বাগতম জাতীয় নেত্রী, মাননীয় বেগম খালেদা জিয়া——– মতিউল আলম আব্দুর রউফ তালুকদার বিএনপির কেউ নয়,দল তাকে আজীবন বহিষ্কার করেছে জামালপুরে টর্চের আলোতে জুয়া খেলার সময় সাত জুয়াড়ী গ্রেফতার সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের খাতেমন মঈন মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন: শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকার জামালপুরে মাস ব্যাপী অনূর্ধ্ব ১৪ অ্যাথলেটিকস প্রশিক্ষণের শুভ উদ্বোধন জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ প্রায় এক কোটি ছেষট্টি লক্ষ টাকার মালামাল সহ আসামী আটক দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে ……. সাবেক আইজিপি আবদুল কাইয়ুম জামালপুর জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতা আলামিনের পিতার মৃত্যুতে এম শুভ পাঠানের শোক প্রকাশ জামালপুরে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪- ২৫ এর আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন জামালপুরে এম শুভ পাঠানের নেতৃত্বে সাবেক এমপি নাসিরউদ্দিন পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন- মির্জা জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

 

এম.এফ.এ মাকামঃ

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে সংস্থার সাধারণ সম্পাদক পদে মির্জা জিল্লুর রহমানসহ ২৭টি পদের বেসরকারি নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী সংস্থার কার্যনির্বাহী পরিষদের ৩১টি পদের মধ্যে ২৭টি পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ৩১ মার্চ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় ২৭টি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। ৪ বছর মেয়াদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মির্জা জিল্লুর রহমান, কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি পদে যথাক্রমে মোহাম্মদ ছানোয়ার হোসেন, মির্জা গোলাম কিবরিয়া কবির, মো: শাহাদৎ হোসেন, এবিএম জাফর ইকবাল, অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ ফারহান ও মো: রজব আলী, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নূরন নবী ভুঁইয়া, নির্বাহী সদস্য পদে যথাক্রমে মো: মিজানুর রহমান মিজু, রাজন সাহা, মো: শফিকুল ইসলাম, বিজু আহম্মেদ, মূহাম্মদ আবু হামান, মো: এনামুল হক তালুকদার, মো: মাহবুবুর রহমান, মো: হাসিবুল হোসেন, মোহাম্মদ আনওয়ার হোসাইন, মো: নিহাদুল আলম, মোহাম্মদ শাহ আলম, মো: মাছুম রানা, সিদ্দীকি আদনান, মো: শামীম তুষার, সংরক্ষিত নির্বাহী সদস্য পদে মো: নুরে আলম জিকু ও মোবারক হোসেন তালুকদার, সংরক্ষিত মহিলা নির্বাহী সদস্য পদে হাছিনা বেগম ও মোছা: খালেদা আক্তার। উল্লেখ্য, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় জেলা প্রশাসক মুর্শেদা জামানকে আহবায়ক করে এডহক কমিটি গঠন করা হয়। ওই এডহক কমিটির অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে পদাধিকার বলে জামালপুর জেলা সংস্থার সভাপতি হলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, সহ সভাপতি পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তা। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা সমবায় কর্মকর্তা মো: তাজুল ইসলাম। তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোট গ্রহণের দিন নির্ধারিত থাকলেও প্রতিদ্বন্দী না থাকায় সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।