এম.এফ.এ মাকামঃ
জামালপুরে প্রধানমন্ত্রীর তৃতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য ঘর ভিতরের অংশ হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসবিফিং অনুষ্ঠিত হয়েছ।
বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেসুর রহমান,অরিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম,এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাদেকুজ্জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আতিকুর রহমান ছানা,দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম.এ জলিল,জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু সহ আরো অনেকে। এসময় বক্তারা তৃতীয় পর্যায়ে জামালপুর সদরে ৩০ টি ও মেলান্দহ উপজেলায় ২টি ঘর সহ মোট ৩২ টি ঘর ও মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উদ্বোধন করবেন বলে জানানো হয় সেই সাথে বকশীগঞ্জ উপজেলা কে ভুমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার বিষয়ে আলোকপাত করা হয়।