• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :

জামালপুরে ৩০ জন মেধাবী পেল দোস্ত এইডের মেধাবৃত্তি

এম.এফ.এ মাকামঃ

জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এতিম মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধায় শহরের একটি রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানে জামালপুর জেলার ৩০জন দরিদ্র এতিম শিক্ষার্থীদের প্রত্যেকের মাঝে মাসিক ২০০০ (দুই হাজার) টাকা হারে মেধাবৃত্তি প্রদান করা হয়। এ সময় দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ। সংস্থার প্রজেক্ট ম্যানেজার এম.এ.কায়েস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জামালপুর টেলিভিশন রির্পোর্টার্স ইউনিটির সভাপতি  ফজলে এলাহী মাকাম, দোস্ত এইডের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, দোস্ত এইড শিক্ষা কার্যক্রমের আওতায় সারাদেশে প্রতিমাসে ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে নিয়মিত মেধাবৃত্তি প্রদান করে থাকে। এছাড়াও শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষা উপকরণ বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম, ক্যারিয়ার গাইডলাইন ও কাউন্সেলিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি এসডিজির অভিষ্ট অর্জনে শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুধা মুক্তি, দারিদ্র বিমোচন, নিরাপদ পানি ও স্যানিটেশন, প্রতিবন্ধীদের পূণর্বাসন, দক্ষতা উন্নয়ন ও জীবিকায়ন, বৃক্ষরোপনসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।