এম.এফ.এ মাকামঃ
জামালপুর এম এ রশীদ হসপিটাল এর আয়োজনে নিরাপদ ডেলিভারি ও নবজাতকের সুরক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১শে মে বুধবার রাতে এম.এ রশীদ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড হেল্থ কেয়ার এর ডিএমএস বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোর্শেদ রশীদ।সেমিনারে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন এম এ রশীদ হসপিটালের শিশু বিভাগের কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান (NICU & PICU) ডাঃ মনজুর আহাম্মদ।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ শিশু ও নবজাতক বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ তাজুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ সেলিম মৃধা, ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মাসুদুর রহমান সহ আরো অনেকে।সেমিনারটি পরিচালনা করেন এম এ রশীদ হসপিটালের হেড অব অপারেশন এম.এ জলিল খান ও সার্বিক ভাবে সহযোগীতা করেন এডমিন ম্যানেজার মোঃ সিব্বির আহম্মেদ।
এ সময় বক্তারা এম এ রশীদ হসপিটালে মায়েদের নিরাপদ ডেলিভারি ও নবজাতকের সুরক্ষা বিষয়ে এক ছাতার নিচে সকল ধরনের চিকিৎসা সেবা , নবজাতক ও তার মাকে বিশেষ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা প্রদান করে বিভিন্ন প্যাকেজ এর মাধ্যমে স্বল্পমূল্যে (NICU & PICU) সেবা দেওয়ার পাশাপাশি মা ও নবজাতকের বিশেষ চিকিৎসা করা হয় বলে আলোকপাত করা হয়। পরে বিশেষজ্ঞ ডাক্তারগণ আধুনিক ও মানসম্মত রাজধানী ঢাকার আদলে স্বল্প মূল্যে ও পরিপাটি ও পরিচ্ছন্ন এম এ রশীদ হসপিটালের চিকিৎসা সেবা দেওয়ার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এ সময় আমন্ত্রিত বিশেষজ্ঞ ডাক্তারগণ এম এ রশীদ হসপিটালের অপারেশন থিয়েটার, আইসিইউ ইউনিট, সিসিইউ, ইমারজেন্সি সেবা, কেবিন, ওয়ার্ড এর চিকিৎসা দেওয়ার ধরন ও অত্যাধুনিক এম এ রশীদ হসপিটালে দরিদ্র রোগীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে অবগত হয়ে এর প্রশংসা করেন। সেই সাথে তারা জামালপুর শহরে একই হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সেবা স্বল্পমূল্যে প্রদানের জন্য এম এ রশীদ হসপিটাল এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।