শফিকুল ইরফানঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় মসজিদে
পবিত্র ঈদ উল আযহার নামাজ আগামী বৃহস্পতিবার (২৯.০৬.২০২৩) সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহম্মেদ। তিনি বলেন,বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকায় মাঠে নামাজ আদায়ের সুজুগ না থাকায় কতৃপক্ষের সিদ্বান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টায় কেন্দ্রীয় মসজিদে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হবে।
শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ক্যাম্পাসে বন্ধ থাকায় শিক্ষার্থীদের খুব একটা দেখা যায় না তবে হল ও ডরমিটরিগুলোতে কিছুসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকরা অবস্থান করে থাকে তারা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা
ঈদের জামাতে অংশগ্রহণ করে থাকে। আশা করি এবারও অনেকেই থাকবেন।