এম.এফ এ মাকামঃ
জামালপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জামালপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি অতিকুর রহমান ছানা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,সহকারী প্রধান শিক্ষক শামসুল হক সহ আরো অনেকে।
এ সময় বক্তারা পড়ালেখার পাশাপাশি সুষ্ঠ ধারার বিনোদন হিসেবে খেলাধূলা চর্চার মাধ্যমে দেহমন গঠন করে,মাদকমুক্ত থেকে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।